প্রকাশিত : বুধবার, ০৭ ফেব্রুয়ারী ২০১৮ ০৬:১৭:৩৬ অপরাহ্ন
ফরিদপুরে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত
দ্যা ডেইলি ডন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ইজিবাইকের চালক আবুল সেখ, যাত্রী খালেদা বেগম এবং মিজানুর রহমান। অপর দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাস ভাংগা উপজেলার চৌরাস্তা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকটির তিনজন যাত্রা নিহত হয়। এতে আহত হয় আরও দুইজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে সেখানে দুইজন মারা যায়।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।