ENGLISH ঢাকাঃ রোববার, ২৪ মার্চ ২০১৯, ০৬:৩৬

প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ ০৫:৫৪:২১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

দ্যা ডেইলি ডন

ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার  চরহোসেনপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান জানান, ময়মনসিহ থেকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো -ব-১১-৩৬৪৬) সকাল সাড়ে ১০টার দিকে চরহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। আহত অন্যদের ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর

    ট্যাগ নিউজ

    সর্বশেষ খবর