ঈদুল আজহা শেষে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষ ঢাকায় ফিরছে। লঞ্চ,বাস ও ট্রেনে নগরে ফেরা মানুষের চাপ
লক্ষ্য করা গেছে। যাত্রীদের চাপে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৫ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকামুখি যাত্রীবাহী পরিবহন, ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি ধীর গতিতে চলছে। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে ফেরি ছেড়ে আসতে দ্বিগুণ সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এ ছাড়া রাজধানীমুখি যাত্রীবাহী বাসের চাপ একসঙ্গে বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনকে সিরিয়ালে থাকতে হচ্ছে।
তবে সময় যত বাড়বে ততই যানবাহনের সিরিয়াল দীর্ঘ হবে বলে ধারণা করছেন যাত্রী ও চালকরা।
আরো খবর
ট্যাগ নিউজ
সর্বশেষ খবর