ENGLISH ঢাকাঃ শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ১২:৪৬

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ ০৫:৪৭:০৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বৃহস্পতিবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

দ্যা ডেইলি ডন

বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার রাতেশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কাল দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থকবে।

গত রবিবার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় গত চার দিন ধরেই রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। দুর্ঘটনার জন্য দায়ী চালকদের ফাঁসি, ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বুধবারও সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর চলে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ অন্যান্য শহরেও।

আরো খবর

    ট্যাগ নিউজ

    সর্বশেষ খবর