ENGLISH ঢাকাঃ শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ১২:২২

প্রকাশিত : শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ ০৪:৪৭:২৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

‘মা আমার ফ্যাশন আইকন’

দ্যা ডেইলি ডন

সম্প্রতি‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছে শ্রীদেবী কন্যা জানভি কাপুরের। এই ছবিটির মধ্য দিয়ে বলিউড থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন শ্রীদেবী কন্যা। শুধু জানভির অভিনয়ের প্রশংসা নয়, তার ফ্যাশন সচেতনের জন্যও আলোচিত হচ্ছেন। ঠিক যেন মায়ের মতো। 

বলিউড যাত্রা শুরু হওয়ার পর এখন নিয়মিত এই পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে আনাগোনা বেড়েছে তার। নিজের এই ফ্যাশন সচেতনতা প্রসঙ্গে জানভি বলেন, ‘মা আমার ফ্যাশন আইকন। ছোটবেলা থেকে মাকে যেভাবে নিজেকে গুছিয়ে রাখতে দেখেছি সেটি আমিও রপ্ত করতে চেষ্টা করেছি এবং এখন আরো বেশি করে করছি। তাকে সামনে রেখেই আমার পথচলা।’
 
ঐতিহাসিক ড্রামা ঘরানার ‘তখত’ সিনেমায় জানভিকে কাস্ট করেছেন করণ জোহর। টুইটারে তার ঘোষণাও দিয়েছেন এ নির্মাতা। বলিউডে পা রাখার পরই এমন একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রীদেবী কন্যা। মুঘল সিংহাসন ও ঐতিহাসিক যুদ্ধ নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে। এতে একটি পরিবারের গল্প দেখানো হবে। যেখানে রয়েছে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, প্রতারণা, ভালোবাসা, সিংহাসনের উত্তরাধিকার নিয়ে লড়াই।

আরো খবর

    ট্যাগ নিউজ

    সর্বশেষ খবর