ENGLISH ঢাকাঃ শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ১২:৫১

প্রকাশিত : শনিবার, ১৮ আগস্ট ২০১৮ ০৯:৫৯:০০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

প্রিয়ানিকের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু

দ্যা ডেইলি ডন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাস।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার সকালে মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাসায় আশির্বাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই তারকার বিয়ের পূর্ববর্তী আয়োজন শুরু হয়েছে।

বিয়ের এই আয়োজনে রাতে তারকাদের উপস্থিতিতে মুখরিত হবে। নিক-প্রিয়াঙ্কার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাও এতে উপস্থিত থাকবেন। এরই মধ্যে আশির্বাদ অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে প্রিয়াঙ্কা-নিকের পাশে নিকের মা-বাবাকে ভারতীয় পোশাকে দেখা গেছে। নিক-প্রিয়াঙ্কার পাশে বসে আছেন নিকের মা-বাবা।  অনুষ্ঠানে প্রিয়াঙ্কার গায়ে জড়িয়েছেন হলুদ রঙের সেলোয়ার কামিজ আর নিক পরেছেন সাদা পাঞ্জাবি।

আরো খবর

    ট্যাগ নিউজ

    সর্বশেষ খবর