ENGLISH ঢাকাঃ সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৫

প্রকাশিত : বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী ২০১৮ ০২:২৭:১১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

যেভাবে সাপের মণি বের করা হয়!

দ্যা ডেইলি ডন

সাপের মণির কাহিনী বা গল্প বেশ পুরোনো। সিনেমাতে প্রায়ই সাপের মণি নিয়ে নানা ঘটনা দেখা যায়। প্রাকৃতিক ভাবে সাপের মাথায় কোনো পাথর বা মণি  থাকে না বা তৈরি হয় না। সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় এবং গ্রন্থি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয়। কখনো কখনো বিষ দাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বেরিয়ে আসে। এই ঘটনা ঘটে সাপের দাঁতে সমস্যার কারণে দীর্ঘ সময় বিষ আটকে জমা হওয়ার ফলে। 

এক সময় এসে এই বিষ ছিটকে বেরিয়ে আসে এবং কোনো কোন সময় এই বিষ ছিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফটিকাকার ধারণ করে। তখন এটাকেই বলা হয় 'সাপের মণি'

আরো খবর

    ট্যাগ নিউজ

    সর্বশেষ খবর