ENGLISH ঢাকাঃ শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ১২:৫৭

প্রকাশিত : মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ ০৫:০১:৫০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ঝড়ের আঘাত বাংলাদেশে

দ্যা ডেইলি ডন

প্রতি বছর পৃথিবীতে প্রায় ৮০ টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।যার অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়। অল্প সংখ্যক ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে। যেগুলো উপকূলে আঘাত হানে সেগুলো অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। 

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ৫ ঝড় গুলো প্রশান্ত মহাসাগরের টাইফুন, অ্যাটলান্টিকের হারিকেন এবং ভারত মহাসাগরের সাইক্লোন নামে পরিচিত।

১। ২০০৮: নার্গিস (মায়ানমার)-

দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো নার্গিস৷ ২০০৮ সালের মে মাসে মায়ানমারে আঘাত হানে এই  ঘূর্ণিঝড়টি৷ এতে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়৷ সাড়ে ৪ লাখ ঘর-বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়৷

২। ১৯৯১ সাল: বাংলাদেশ-

বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, যেটি ২৯শে এপ্রিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছিল৷ সমুদ্রের পানির উচ্চতা পৌঁছে গিয়েছিল সাত মিটার উঁচুতে৷ এতে প্রাণ হারিয়েছিল উপকূলের অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ৷

৩। ১৮৭৬: দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ-

১৮৭৬ সালের অক্টোবরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে বরিশালের বাকেরগঞ্জে৷ সে সময় ব্রিটিশ শাসনামল চলছিল৷ ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখ মানুষ৷

৪। ১৯৭০ সাল: ভোলা সাইক্লোন, বাংলাদেশ-

বিশ্ব ইতিহাসের ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে৷ ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোন৷ ঐ ঝড়ে প্রাণ হারায় অন্তত পাঁচ লাখ মানুষ, যাদের মধ্যে এক লাখই ছিলেন জেলে৷

৫। ১৮৮১ সাল: হাইফোং, ভিয়েতনাম-

১৮৮১ সালের অক্টোবর মাসে ভিয়েতনামের হাইফোং শহরে ভয়াবহ টাইফুন আঘাত হানে৷ এতে প্রাণ হারায় ৩ লাখ মানুষ৷

আরো খবর

    ট্যাগ নিউজ

    সর্বশেষ খবর